নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সবার কথা বলে এই শ্লোগানকে লালন করে এগিয়ে চলা জাতীয় দৈনিক ভোরের আকাশ বরিশাল ব্যুরো চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মাসুদ রানা। গত ১ জুন বার্তা প্রধান আল ইসলাম কায়েদ আনুষ্ঠানিকভাবে তার হাতে পরিচয় পত্র তুলে দেন ।
সাংবাদিক মাসুদ রানা বরিশাল জেলার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাসিন্দা মোঃ জামাল আকন ঔ শাহিদা আক্তার দম্পতির দুই সন্তানের মধ্যে বড় সন্তান। ২০১২ সাল থেকে বরিশাল মিডিয়া অঙ্গনে তিনি হাতে খড়ি শুরু করেন। বরিশালের প্রথম সারির আঞ্চলিক পত্রিকার মধ্যে তিনি দৈনিক আজকাল, দৈনিক আজকের বার্তা, প্রথম সকাল, বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজর্পোটাল বরিশাল টাইমসএ দীর্ঘদিন যাবত সুনামের সাথে কর্মরত আছে। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি কর্মক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী ও কলা কৌশলীদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা চেয়েছেন।