এস এম শাহ আলম বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নে শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন মোঃ রুহুল আমিন হাওলাদার, রুহুল আমিন হাওলাদারকে সভাপতি ঘোষণা করায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের ভিতরে অনেক আনন্দ উল্লাস শুরু হয়েছে, দীর্ঘদিন আশ্বাসের পরে ছাত্র-ছাত্রীরা জানায় আমরা সদ বিনয়ী মেধাবী একজন অভিভাবক পেয়েছি, আমাদের বিদ্যালয় উন্নতি হবে বলে এলাকায় সাধারণ মানুষের ভিতরে ব্যাপক গুঞ্জন, রুহুল আমিনের সাথে আলাপ করলে সে জানায় আমাকে বিনা প্রতিদ্বন্দিতায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করেছে আমি সর্বসময় বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা ও উন্নয়নের প্রচেষ্টায় কাজ করে যাব, আমি সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা জানাচ্ছি আমার জন্যও আপনারা দোয়া করবেন আমি যেন বিদ্যালয় এর সার্বিক উন্নয়নে সর্বসময় এগিয়ে আসতে পারি, এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সকল সদস্যের সাথে আলাপ করলে তাহারা জানায় আমরা রুহুল আমিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করেছি আমরা আশাবাদী তাহার মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়নে সকল কর্মকান্ডে সে আমাদের পাশে থাকবে,