
মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নের গড়িয়া গ্রামে চাচাতো চাচা কর্তৃক ৬ বছরের শিশু যৌন নিপীড়ন ( ধর্ষণ ) শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যৌন নিপীড়নকারী বখাটেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ২৬ মে রবিবার সকাল ৮ টার সময় বখাটের বসদ ঘরে যৌন নিপীড়নের ঘটনা ঘটে । স্হানীয় ও পরিবারের অভিযোগ সুত্রে জানাযায় মো: ফারুক ঘোমস্তার বখাটে পুত্র মো: সুমন গোমস্তা (২০) একই বাড়ির পাশাপাশি বসত ঘর মো: মামুন গোমস্তার ৬ বছরের শিশুকন্যাকে বসত করে ডেকে নেয়। বসত করে ডেকে নিয়ে যৌন নিপীড়ন (ধর্ষন ) করে। ধর্ষণকারী সম্পর্কে শিশুটির চাচাতো চাচা । শিশুটি মাতা শিউলি বেগম শিশুটি কান্নাকাটি শুনে সুমনের ঘর থেকে উদ্ধার করে এবং শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে । অভিযুক্ত সুমন গোমস্তার চাচা মো: রফিক গোমস্তা সহ বাড়ির লোকজন ঘটনার কথা শুনে সুমন গোমস্তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। উজিরপুর মডেল থানায় শিশুটির পিতা ফোন দিলে অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ ঘটনাস্থলে থানা পুলিশের এস আই রহমানকে পাঠান। এস আই রহমান ঘটনাস্থানে গিয়ে পরিদর্শন করেন এবং সুমনকে আটক করে ও শিশটিসহ শিশুটির পরিবারের লোকজনকে থানায় নিয়ে আসে । এ ব্যাপারে শিশুটির পিতা মামুন গোমস্তা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ বলেন অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।