মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উত্তর সাতলা গ্রামের মোঃ কালাম বিশ্বাস ১১ মে শনিবার দুপুর দেড় টার দিকে স্ট্রোক করে নীজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন । ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ পুড়ো এলাকা জুড়ে শোকের মাতম বইছে। মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান বিভিন্ন সামাজিক,রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী ।