মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: ঢাকা -বরিশাল মহা সড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার নামক এলাকা হাওলাদার বাড়ির জামে মসজিদের সব সংলগ্ন হানিফ পরিবহন ও সিএনজির সংঘর্ষে সিএনজির যাত্রী নিহত ১ আহত ৩ জন ।১৮ এপ্রিল শুক্রবার সকাল ১০ টা দিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে । পুলিশও প্রত্যক্ষদশিরা জানিয়েছেন, বরিশাল থেকে হানিফ পরিবহনের একটি বাস গৌরনদী থেকে আসা একটি সিএনজি বাইপাস সড়কে ঢোকার মুহুর্তে হানিফ পরিবহনের বাসটির ও সিএনজির সাথে সংঘর্স হলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এ সময় সিএনজির মধ্যে থাকা ঠিকাদার ও বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের নেতা গোলম কিবরিয়া রানা (৩৫) নামক এক যাত্রী ঘটনা স্থলেই মারা যায়। আহত হয় ওই সিএনজির মধ্যে থাকা ড্রাইভার সহ আরো ৩ জন যাত্রী জাহিদুল ইসলাম (৪৩) সিএনজি চালক মোস্তফা হাওলাদার (৩৫) তারা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এক যাত্রীর নাম জানা জাইনি। নিহত গোলম কিবরিয়া রানা বরিশাল নগরীর গোরস্থান রোডের ২১ নং ওয়ার্ডের ধেপাবাড়ি মোড়ের বাসিন্দা । উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত ) তৌহিদুজ্জামান সড়ক দূঘটনায় ১ জন নিহত’র সত্যতা নিশ্চিত করেছেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং গোলাম কিবরিয়া রানার মরা দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।