বরিশাল বাসিকে এবারের ঈদ উল ফিরত উৎসব মুখর ও স্বাচ্ছন্দ্যময় করতে পুরো রমজান মাস জুড়ে জেলা প্রশাসন বরিশাল নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। তারি ধারাবাহিকতায় আজ ৯ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম নিজেই জনসাধারণের স্বার্থে বাজার মনিটরিং এ নামেন। এসময় তিনি বরিশাল নগরীর সর্ববৃহৎ পাইকারি বাজার, বাজার রোড এলাকায পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি ক্রেতা ও বিক্রেতার সাথে বাজারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময় তাউপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ সোহেল মারুফ। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় অংছিং মারমা ও দেবযানী কর। তারা কৃষিপণ্য বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়। এছাড়াও, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূলে বিভিন্ন পণ্য বিক্রয়ের অপরাধে ২টি মামলায় ২টি প্রতিষ্ঠান কে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।