মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভায় এক কলেজ ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় বাবুল কুমার জয়ন্ত (৪৫) নামক এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানার পুলিশ । অভিযোগ সুত্রে জানাগেছে উজিরপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পৌরসভার সাবেক মহিলা কাউনসিলা ছবি রানীর স্বামী বাবুল কুমার জয়ন্ত গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামের দাশের হাট এলাকার ফরিদ কাজীর ছেলে সাইফুলকে প্রইভেট পড়াতেন গত ২ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে উজিরপুরস্থ ভাড়া বাসায় প্রইভেট পড়ানোর জন্য হাজিড় হয় । ওই সময় বাসায় প্রাইভেট ছাত্র সাইফুল ও তার কলেজ পড়ুয়া বোন ফারজানা বৃষ্টি উপস্তিত থাকায় বাবুল কুমার জয়ন্ত’র কু-নজর পড়ে কলেক ছাত্রী বৃষ্টি উপর। এক পর্যায়ে তাকে কুপ্রস্তার দেয় শিক্ষক জয়ন্ত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রইভেট ছাত্র সাইফুলের সামনেই তার বোন কলেজ ছাত্রী বৃষ্টিকে মূখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করেন লম্পট বাবুল কুমার জয়ন্ত । এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষন চেষ্টাকারীকে গ্রেফতার করেন। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন, কলেজ ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় মূল আসামী বাবুল কুমার জয়ন্তকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।