স্টাফ রিপোর্টার //গত ১৯ শে রমজান ৩০ শে মার্চ শনিবার বাংলাদেশ ল এন্ড জুরিস্ট এসোসিয়েশন “ব্লাজা” সোনারগাঁও বিশ্ববিদ্যালয় অনুষদের নবীন বরন ও ইফতার অনুষ্ঠিত হয় বাংলাদেশ সুপ্রীমকোর্ট ১ নং হল রুমে।
অনুষ্ঠানে সিহান রাজ্জাক সঞ্চয় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুন নূর দুলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আশরাফ রহমান , ব্লাজার প্রতিষ্ঠাতা এডভোকেট নাহিদুর রহমান নাহিদ, এডভোকেট সোমাইদ সারিয়ার ফিদা, ব্লাজার সোনারগাঁও শাখার সহ- সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান রেজা। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইফতেখারুল আলম হাসিব,বন্য,রিফাত,মনির,তানভীর রিমি প্রমুখ। পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ন করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শাখা ব্লাজার সাধারণ সম্পাদক জুবায়ের ভূয়ান যুবরাজ।