নিউজ ডেস্ক: ১৯ রমজান ৩০ মার্চ শনিবার বিকাল সাড়ে ৫ টায় রুপাতলী শেখ রাসেলে শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের হল রুমে শেখ রাসেলে শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের আয়োজনে দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইফতার করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম ও তার পরিবার। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দ, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল একেএম আখতারুজ্জামান তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপ প্রকল্প পরিচালক শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রে মোঃ জাফর শিকদার। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারি এবং শিশুরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে।দেশের মানুষের উদ্দেশ্যে দোয়া মোনাজাত করে ইফতার করেন অতিথি বৃন্দরা।