মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা এবং হাসপাতালের OPD ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন ও মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্ভোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের উজিরপুর – বানরীপাড়ার সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। ২ মার্চ শনিবার বেলা ১১ টায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে “সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হালদার,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে ব্যাপক আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এছাড়াও প্রধান অতিথি সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উজিরপুর মহিলা কলেজের ৪-তলা বিশিষ্ট ১-তলা একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন করেন। উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর OPD ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, সংস্কার ও নবরুপায়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন এর উদ্বোধন করেন তিনি। বিএন খান ডিগ্রি কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।