মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে আপন ভাই সহ তার পরিবারের হামলায় আর এক ভাই গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ভাই উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ টার সময় হামলার ঘটনা ঘটে । স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা যায় মধ্য ওটরা গ্রামের মৃত মোতালেব বেপারীর পুত্র মো: রফিকুল ইসলাম বাবুল বেপারী (৪৯) এর কাছ থেকে তার আপন ভাই মো: হাবিবুর রহমান মাওলা বেপারী (৩৫) ৩ লক্ষ ৬০ হাজার টাকা ধার নেয়। পাওনা টাকা চাইতে গিয়ে মো: হাবিবুর রহমান বেপারী ওরফে মাওলার সাথে বাঘ বিতন্ডা হয়। বাঘ বিতন্ডার এক পর্যায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ হয় । সংঘর্ষের রফিকুল ইসলাম বাবুল মাথায় ও হাতে গুরুতর রক্তাক্ত জখম হয় । আহত রফিকুল ইসলাম বাবুল সংবাদকর্মীদের বলেন আপন ভাই হাবিবুর রহমান মাওলা (৩৫) মো: মোজাম্মেল বেপারী (৬৫) ভাইর ছেলে মো: আসাদ বেপারী (২০) ভাইর স্ত্রী লিপি বেগম (৩২) ভাইর মেয়ে মুনিয়া আক্তার (১৭) মিলে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় ও হাতে রক্তাক্ত যখম করে আহত করে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি অভিযোগের প্রস্তুতি চলছে ।