উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার পুরান জয়শ্রী সড়কে রাস্তা পাড়াপাড় করার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হলেন কৃষক বৃদ্ধ’র। স্থানীয় সুত্রে জানা যায় ১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ টার দিকে জয়শ্রী গ্রামের মৃত চেরাগআলী সরদারের ছেলে আব্দুল করিম সরদার (৬৫), বাড়ি থেকে পুরান শিকারপুর বন্দরে আশার পথে রাস্তা পাড়াপাড়ের সময় একটি মোটরসাইকেল এসে পিছন থেকে সজোড়ে থাক্কা দেয়। এতে আব্দুল করিম সরদারের মাথা, মুখমন্ডল ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আহত বৃদ্ধকে মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসে । এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় ২ টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।