মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর মডেল থানার মানবিক অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ এর মেধা, অক্লান্ত পরিশ্রম আর চৌকসতায় নিখোঁজের ১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন নিখোঁজের সন্ধান পেলো তার পরিবার। পরিবারের কাছে হস্তান্তর করলেন অফিসার ইনচার্জ । পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার উত্তর সাতলা গ্রামের মোঃ দেলোয়ার খন্দকারের বসতবাড়ির আঙ্গিনায় ঘোরাফেরা করে এবং আবল তাবল বকতে থাকেন মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যাক্তি। এরপর চোর সন্দেহ স্থানীয় গ্রাম পুলিশ মোঃ শহিদুল ইসলাম উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে । খবর পেয়ে অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ তাৎক্ষণিক এসআই মোঃ হাবিবুর রহমানসহ পুলিশের টিম ঘটনাস্থলে পাঠান এবং মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার পরিচয় দিতে পারেনি। শুধু আবল তাবল কথাবার্তা বলে। পরিচয় মধ্যে শুধু ছাতক থানার নাম বলেছে । মানবিক অফিসার ইনচার্জ মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে নতুন কাপর চোপড় কিনে নিজেই গায়ে পড়িয়ে দেন এবং মো: ইলিয়াস নামে এক কনস্টেবলকে দিয়ে খাবার খাওয়ানো গোসল ও সেলুন থেকে চুল কেটে এনে পরিচ্ছন্নতায় কমতি রাখেননি তিনি। এছাড়াও চৌকস অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই মোঃ হাবিবুর রহমান মানসিক ভারসাম্যহীন ওই ব্যাক্তির ছবি সম্বলিত পরিচয় পেতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার অফিসার ইনচার্জ এর বরাবর ফ্যাক্স/ই-মেইল করেন। এরপর চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে। জানা যায় মানসিক ভারসাম্যহীন আলম নুর(৪৬) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়া ৪নং ওয়ার্ডের মৃত ফয়জুর রহমানের ছেলে। এছাড়া আলম নুরের সানিয়া খানম নামের একটি মেয়ে রয়েছে। সে এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিখোঁজের চাচাত ভাই মো: একলাছ,মো:আজাদ, ভগ্নীপতি মোঃ ফজলুর রহমান, ভাগিনা মো: আবুল হাসান, ভাতিজা মো: হাবিবুর রহমান উজিরপুর মডেল থানায় হাজির হন ১৬ই ফেব্রুয়ারি দুপুর ২ টা ৩০ মিনিটে ১২ বছর ধরে নিখোঁজ হওয়া সেই মানসিক ভারসাম্যহীন আলম নুর(৪৬)কে তাদের মাঝে ফিরে পাবার আশায়। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, চোর সন্দেহে স্থানীয়রা অবহিত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করা হয় এবং বিভিন্ন ভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনেক ঘাটাঘাটি করে পরিশেষে পরিচয় জানা যায় এবং মানসিক ভারসাম্যহীন আলম নুর ১২ বছর ধরে নিখোঁজ ছিলো। পরিচয় সনাক্ত করে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দীর্ঘ ১২ বছর ধরে নিখোঁজ হওয়া ব্যাক্তির সন্ধান পেয়ে পরিবারের লোকজন উজিরপুর মডেল থানার মানবিক অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ,এসআই মোঃ হাবিবুর রহমানকে সাধুবাদ জানান এবং আল্লাহর কাছে পুলিশের জন্য দীর্ঘায়ু কামনা করেছেন। সাড়ে তিনটার দিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিতে আশা তার পরিবারের লোকজন নিয়ে ছাতক থানার উদ্দেশ্যে রওনা করে যান ।