মো: এমদাদুল কাশেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কাংশী গ্রাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক পৃথক সংঘর্ষে ২ মহিলা সহ ৯ জন আহত হয়েছে । আহতরা উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ২৭ জানুয়ারি শনিবার বিকাল ৫ টার সময় সংঘর্ষের ঘটনা ঘটে । স্থানীয় ও আহত সূত্রে জানা যায় কাংশী গ্রামের মো: সালাম সর্দারের পুত্র মো:আসাদুল সরদার (৩৫), এর মটর সাইকেলের তেলের ট্যাংকিতে কে বা কাহারা বালু ভরে রেখেছে । আসাদুল সরদার অকাথ্য ভাষায় গালিগালাজ করলে পাশের বাড়ির মো: আলাউদ্দিন বেপারীর পুত্র মো: রাজিব বেপারী (২৫) প্রতিবাদ করে এ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে আসাদুল সরদার (৩৫) নিজে ভাই মো: আসলাম সরদার (৩৮ ) পিতা মো: সালাম সরদার (৬০) আসাদুলের স্ত্রী পপি বেগম (২৫) এবং অপরপক্ষ মো: রাজীব বেপারী (২৫) নিজে,ভাই মো: সজীব বেপারী (২৩),পিতা – মো: আলাউদ্দিন বেপারী (৫৫), মাতা হাসিনা বেগম (৪৫), উভয় পক্ষ রক্তাক্ত কাটা ফুলা জখম হয়। আসাদুল সরদার, আসলাম সরদাল, ছালাম সরদার, পপি বেগম উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। অপরপক্ষ রাজীব ব্যাপারী, সজীব বেপারী, আলাউদ্দিন বেপারী, হাসিনা বেগম বরিশাল শেরে – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উক্ত ঘটনার কথা শুনে কাংসিক গ্রামের ইউপি সদস্য মো: সিরাজ সরদারের পুত্র ফাহিম সরদার(২৫) মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে হরেন দিয়ে খুব দ্রুত চালিয়ে যাচ্ছিল । এ সময় দত্তশ্বর গ্রামের মো: সাইদুর রহমান খাঁনের পুত্র কাইয়ুম খাঁন (২৮), তার মামার জানাযার নামাজে যাবার সময় তার সাথে থাকা লোকদের বলে এত দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাওয়া লাগে । এ কথা ফাহিম সরদার শুনে মোটরসাইকেল থামিয়ে নেমে কাইয়ুমকে মাজায় লুকিয়ে রাখা স্টিলের চার্জার লাইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। কাইয়ুম উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে । ফাহিম সরদার এরপর আসাদুল ও রাজিবদের সংঘর্ষের ঘটনাস্থলে উপস্থিত হন । পৃথক পৃথক ঘটনায় উজিরপুর মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নি অভিযোগের প্রস্ততি চলছে।