নিউজ ডেস্ক: বেঈমান মেয়ে শিরোনামে শিল্পী হাফিজ খানের নতুন গান প্রকাশ পেলো। গানটি ডিজিটাল প্লাটফর্ম এ রিলিজ হয়েছে। গানটি লিখেছেন এবং সুর করেছেন মামুন আফনান রুমি। মিউজিক করেছেন রকি
গানটিতে ভিডিও অভিনয় করছেন মামুন আফনান রুমি এবং জান্নাত মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাব্বির আহমেদ হৃদয়।
গানটি নিয়ে শিল্পী হাফিজ খাঁন বলেছেন, অনেক দিন পর নতুন গান প্রকাশ করলাম বর্তমান সময়ের উপর চিন্তা করেই গানটা করা হয়েছে। গীতিকার মামুন আফনান রুমির সাথে প্রথম কাজ আরো কিছু কাজ আমাদের সামনে আসবে আশা করি এই গানটা সবার ভালো লাগবে সবাই দোয়া করবেন গানটি প্রকাশ পেয়েছে এম এম টি মিউজিক স্টুডিও চ্যানেল থেকে