উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে ২ টি গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । ৪ নভেম্বর শনিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে । গরু দুটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা । জানাযায় সানুহার গ্রামের চায়না ক্যাম্প সংলগ্ন মূত – মোহাম্মদ আলি জমাদ্দারের পুত্র মো: কুদ্দুস জমাদ্দার (৫৫) নিজ বাড়ির গোয়াল ঘরে প্রতিদিনের মতো ১ টি গাভী ও গাভীর বাচ্চা গরু বেঁধে রাখে। ৫ নভেম্বর রবিবার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে গরু বের করতে গেলে গরুর দেখতে না পেয়ে ডাকচিৎকার দেয়। ডাকচিৎকরে বাড়ির লোকজন ছুটে আসে গোয়াল ঘরের কাছে। এরপর সবাই মিলে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। চুরির ঘটনা কুদ্দুস জমাদ্দারের কাছে জানতে চাইলে সত্যতা স্বীকার করেন এবং থানায় অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বলেন থানায় অভিযোগ দেইনি অভিযোগের প্রস্তুতি চলছে ।