পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও এক সাংবাদিক নিহত হওয়াসহ ২৭ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ অক্টোবর, ২০২৩ বেলা ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল প্রেসক্লাব। আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাত্বতা প্রকাশ করে বরিশাল ন্যাশনাল ডেইলি ব্যুরোচিফ এসোশিয়েশন, নিউজ এডিটরর্স, সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংবাদিক ফোরাম, বরিশাল ফটো সাংবাদিক ফোরাম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, বরিশাল ইলেক্টনিক্স মিডিয়া এসোশিয়েশন, বরিশাল তরুন সাংবাদিক ফোরামসহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
উক্ত সমাবেশ বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনা নিন্দনীয়। যারা এধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে ও বেলায়েত বাবলুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এটিএন বাংলা বরিশাল ব্যুরো হুমায়ুন কবির, এখন টেলিভিশন বরিশাল ব্যুরা প্রধান ফেরদাউস সোহাগ, দেশ টিভির বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, আযাদ আলাউদ্দিন, সাইফুর রহমান মিরনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।