মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর বাজারে এক ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলে ৮ হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক । ২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় প্রতারণার ঘটনা ঘটে । উজিরপুর বাজারের মুদি ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সততা এন্টারপ্রাইজের মালিক মোঃ হানিফ হাওলাদার বলেন সকালে দোকান খোলার পর এক ভদ্রলোক এসে বলেন আমি এতিমখানায় দোয়া পড়াবো । ১০-১৫ হাজার টাকার একটি তালিকার লিস্ট দিয়ে বলে লিস্ট অনুযায়ী আমাকে সবকিছু মেপে দেন। তালিকায় গুড়া দুধের নামও রয়েছে। আমাকে বলে গুড়া দুধ আছে, আমি বলি নাই, তাই বলেন আমার লোক আসিতেছে টাকা নিয়ে।শিকারপুর গেছে ৩০ কেজি গরুর গোস্তের অর্ডার দিতে । আপনি আমাকে ৮ হাজার টাকা দিন আমি অন্য দোকান থেকে দুধ কিনে নিয়ে আসি। এই বলে তার সাথে থাকা ১২ বছরের একটি মাদ্রাসার ছাত্রকে রেখে ৮ হাজার টাকা নিয়ে অন্য দোকানে গুড়া দুধ কিনতে যায়। এর পর আর ফেরেনি । দোকানে রেখে যাওয়া শিশুটিকে ব্যবসায়ীরা জিজ্ঞাসা করলে শিশুটি বলেন আমি শিকারপুর মাদ্রাসায় পড়াশুনা করি। শিকারপুর মাদ্রাসার হুজুর কে বলেন দুই বেলা মাদ্রাসায় খাবার দিব। বাজারের কথা বলে হুজুরের কাছ থেকে শিশুটিক নিয়ে আসে। শিশুটির মাদ্রাসায় ফোন করলে এক হুজুর এসে শিশুটিকে নিয়ে যায়। হুজুর ওই প্রতারককে চিনেনা বলে জানান। ওই বাজারের মিষ্টি ব্যবসায়ী চান মিয়া জানান তার দোকানে ৩৫ কেজি মিষ্টির অর্ডার দেয়। অর্ডার দিয়ে কিছুক্ষণ পর ১ হাজার টাকা চায়। আমি ১ হাজার টাকা দেয়নি এবং আর মিষ্টি নিতেও আসেনি। শিকারপুর বাজারের গোস্ত ব্যবসায়ী আনোয়ারের সাথে জানতে চাইলে তিনি বলেন সকাল ৬ টার সময় আমার কাছে এক ভ্যান চালক, মাদ্রাসার হুজুর মাও: ওমর ফারুক সহ মাদ্রাসার এক ছাত্রকে নিয়ে এসে ৩০ কেজি গোস্তের অর্ডার দেয়। এরপর আমাকে বলেন আমার লোক টাকা নিয়ে আস্তে দেরি হচ্ছে আমাকে ১০ হাজার টাকা দিন আমি মাছ কিনে নিয়ে আসি। আমি টাকা দেইনি। পরে মাদ্রাসার ছাত্রকে নিয়ে আমার সামনে থেকে চলে যায়। কিন্তু আর গোস্ত নিতে আসেনি । মাদ্রাসার হুজুর মাও: ওমর ফারুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মাদ্রাসায় এতিমদের দুই বেলা খাওয়াবে বলে আমাকে ও ছাত্রকে নিয়ে বাজারে যায় বাজার করার জন্য আমি ওই লোককে চিনি না। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।