বেলাল হোসেন সিকদার: আগামীকাল বরিশাল স্টিমার ঘাট কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে বাদ আছর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলসা।
খানকায় মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ বরিশাল বিভাগের উদ্যোগে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে দাওয়াতী ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ই অক্টোবর রোজ মঙ্গলবার বাদ আসর থেকে।
উক্ত ঐতিহাসিক আজীমুশ্বান ইসলামী জলছায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক, অনেক মসজিদ মাদরাসা ও স্কুল-কলেজের প্রতিষ্ঠাতা, আলহাজ্ব এ্যাডভোকেট নূর মোহাম্মদ হাওলাদার।
কর্মী প্রধা,বরিশাল বিভাগ, অন্যতম সম্মানিত সদস্য, কেন্দ্রীয় সমন্বয় পরিষদ, খাদেম, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ।
আগামীকালের ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামি জলসায় ওয়াজ করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন গন তারা হলেন, হযরতুল আলহাজ্ব মুফতি মাওলানা আবু নাসের জিহাদী সাহেব, আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী সাহেব, সুন্নিয়তের রণবীর অনলবর্ষী বক্তা মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদী সাহেব, সুমিষ্টভাষী বক্তা মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, ক্বারী মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ এছাড়াও বিশ্ব জাকের মঞ্জিল।
এছাড়াও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বিভাগীয় প্রখ্যাত উলামায়ে কেরামগন ওয়াজ করিবেন।
আমন্ত্রিত সম্মানিত মেহমানগণ মঞ্চে উপস্থিত থাকবেন। জলসা কমিটি মহিলাদের পর্দা সহকারে ওয়াজ সোনার সুব্যবস্থা করেছেন। ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলসার সকল আয়োজনের তদারকি করছেন জলসার সভাপতি এ্যাডভোকেট নূর মোহাম্মদ হাওলাদার সহ কর্মিরা।