1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসারে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে  তিন অসহায় নারীর স্বামীকে রিক্সা বিতরণ বাবুগঞ্জ বার্তার যুগপূর্তি উদযাপন : ৬ সাংবাদিককে বিশেষ সম্মাননা উজিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নে নেতাকর্মীদের সাংগঠনিক সভা উজিরপুরে সার্বিক উন্নয়ন, জনগনের সচেতনতা বৃদ্ধি ও সম্পৃক্ততার লক্ষ্যে মতবিনিময় সভা খুলনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখলেন এ্যাড. মজিবর রহমান সরোয়ার নগরীর লাইসিয়াম পরিবারের বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত বাকেরগঞ্জ ভরপাসা ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি কর্মসূচি অনুষ্ঠিত  কাজিরহাটে ব্রিজ নদী গর্ভে, ২ গ্রামবাসী ভোগান্তিতে মির্জাগঞ্জের সুবিদখালিতে চাঁদা না দেয়ায় ঠিকাদারের উপর হামলার অভিযোগ উজিরপুরে আ’লীগের সন্ত্রাস,নৈরাজ্য ও লকডাউন প্রতিহত করার লক্ষ্যে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

 

নাজমুল হক মুন্না ::সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলামের বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ৪ অক্টোবর মোকাম বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইবুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ২০২৩ এর ২৩(১), ২৫(ক), ২৬(১), ২৯, ৩৩(১) ধারায় মামলাটি করা হলেও ৬ অক্টোবর বিষয়টি জানাজানি হয়।

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বন্দরগাছিয়া, খাকবুনিয়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হারুনের মেয়ে মোসাম্মৎ শিরিন মামলাটি দায়ের করেন। মামলাটি বরগুনা সদর থানার ওসিকে তদন্তের জন্য দেওয়া হয়।

সুত্রে জানা যায়, বরিশালের আগৌলঝাড়া কোদালধোয়া গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে ডাক্তার সুমন বিশ্বাসের বিরুদ্ধে বরগুনা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার থাকা কালে প্রতি শুক্রবার তালতলী উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিকে রোগী দেখতেন এই চিকিৎস।

নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাব নামে ওই প্রতিষ্ঠানে রিসিপশনের কর্মরত মোসাম্মৎ শিরিন নামে এক নারীর সঙ্গে পরিচয় হয়। এরপর প্রেম তারপর বিয়ে। শেষ পর্যন্ত গর্ভপাত করে প্রতারণার অভিযোগ উঠছে এই চিকিৎসকের বিরুদ্ধে। র্্যাব ৮ বরাবর এক অভিযোগে অই নারী বলেন,  চলতি বছরের ৬ জানুয়ারি তাকে পটুয়াখালী নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। যেখানে নিজের নাম পরিচয় সুমন খন্দকার, পিতা মোঃ সেলিম মিয়া এবং ঠিকানা বরিশালের আগৌলঝোড়া দেখান এই চিকিৎসক। ৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে এই বিয়ের হলপ নামায় আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলামের সিল ও স্বাক্ষর রয়েছে। এরপর বেশ কিছুদিন বিভিন্ন স্থানে ঘুরতে যান এই দম্পতি। এর মধ্যে অন্তঃসত্ত্বা এই নারী।কিন্তু চতুর এই চিকিৎসক তাকে গর্ভপাত বাধ্য করেন। অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়েছে এর কয়দিন পরই চিকিৎসক সুমনের আসল চেহারা সামনে আসে।নিজের এক উকিল বন্ধুকে দিয়ে নিজেকে মুসলিম দেখিয়ে ভুয়া নোটারী পাবলিক করে এই বিয়ে করেন ও নারীকে জানান সুমন।

তবে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন ওই নারী মোসাম্মৎ শিরিন। তিনি মামলায় উল্লেখ করেন, ডাক্তার সুমন বিশ্বাসের সাথে তার বন্ধুত্ব ছিল বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে তারা। তাদের এই ছবি ও ভিডিও দিয়ে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ মামলার ১ নম্বর সাক্ষী সুমন বিশ্বাসের সম্মানহানি হয়েছে।

দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম বলেন মোসাম্মৎ শিরিন ওই নারী ডাক্তারের বিরুদ্ধে একটি র্যাব ৮ বরাবর অভিযোগ করেন. সেই অভিযোগপত্রে যা উল্লেখ করা আছে ও বিভিন্ন তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের কয়েকদিন পরেই ওই নারী সুমন বিশ্বাসের পরিবারের লোকজনদের সাক্ষী বানিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ