অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে‘টাইগার ৩’-এর এক ঝলক। টিজার মুক্তির পর অনেকেই অপেক্ষা করছিলেন ছবিটি নিয়ে শাহরুখ খান কিছু বলেন কিনা। কারণ সালমান খানের এই ছবিতে রয়েছেন শাহরুখও।
টিজার মুক্তির কয়েক ঘণ্টা পরেই এক্স হ্যান্ডেলে ‘আস্ক এসআরকে’ সেশন করেন শাহরুখ। সেখানেই রিভিউ দিলেন টাইগারের আসন্ন ছবির।
এক ভক্তের প্রশ্নের জবাবে শাহরুখ লেখেন, ‘টাইগার ৩ দেখতে দারুণ লাগছে। ভাই ভাই তো। দারুণ।’ আরেক ভক্তের প্রশ্নের উত্তরে শাহরুখ লেখেন, ‘এটা তো শুধু টিজার, টাইগার! পিকচার আভি বাকি হ্যাঁয় মেরে দোস্ত। দারুণ কিছু হতে যাচ্ছে (ভিতরের গল্প বলছি) হা হা!’
আসন্ন দীপাবলীতে মুক্তি পাবে ‘টাইগার ৩’। ছবিতে আরও রয়েছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি। স্পাই ইউনিভার্সের এ ছবির এক ঝলক বের হওয়া মাত্রই সোশ্যালে হইচই পড়ে গেছে। এজেন্ট টাইগার হয়ে ফের একবার পর্দা কাঁপাতে হাজির সালমান খান।