নিউজ ডেস্ক: প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ২৭ সেপ্টেম্বর বুধবার সকল ১০ টায় জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক কর্মশালা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ড. মহিউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রশাসন) যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ আঃ হামিদ খান, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও যুব সমাজের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে এক আলোচনার অতিথি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।