মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধ : বরিশালের উজিরপুর উপজেলায় পরনাভুক্ত ও সাজাসহ ৬ আসামিকে গ্রেফতার করছে উজিরপুর মডেল থানা পুলিশ । ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উজিরপুরের বিভিন্ন এলাকা থেকে পরয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের অভিযান চালিয়ে গ্রেফতার করে। উজিরপুরের হরিদ্রাপুর গ্রামের মৃত আলী আকবর হালাদারের পুত্র রাসেল হাওলাদার ২০২৩ সালের ১৫২ নং জি,আর মামলা ওয়ারেন্ট, কালবিলা গ্রামের চিত্তরঞ্জন বাড়ৈর পুত্র চিন্ময় বাড়ৈ ২০২২ সালের ১১০ নং জি,আর মামলায় ওয়ারেন্ট , মালিকান্দা গ্রামের মো: নুরুল ইসলাম বেপারীর স্ত্রী ফাতেমা খাতুন ২০২৩ সালের ১৮৭ নং সি,আর মামলা ওয়ারেন্ট, রৈভদ্রাদী গ্রমের আবুল হোসেনের পুত্র মো: জলিল ২০২৩ সালের ১৯৬ নং সি,আর মামলা ওয়ারেন্ট ,নয়াবাড়ী গ্রামের খালেক মোল্লার পুত্র শহিদুল ইসলাম ২০২৩ সালের ২৪ নং জি, আর মামলা ওয়ারেন্ট , হারতা গ্রামের ব্রজবাসী মন্ডলের পুত্র সুখরঞ্জন মন্ডল ২০২১ সালের ১৭৫ নং সি,আর মামলায় ৪ মাসের সাজা ও ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ওয়ারেন্ট থাকায় গ্রেপ্তার করে। উজিরপুর মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান সোহাগ এর নেতৃত্বে এস আই সজিব মন্ডল, এসআই মো: মেহেদী হাসান, এ,এস,আই বিল্লাল হোসেন, এ,এস,আই মো: সুমন তালুকদার, এ,এস,আই মো:বরকত আলি, এ,এস,আই মো: আল মামুন সঙ্গেও ফোর্স নিয়ে সারারাত অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে । মুজিবুর মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান সোহাগ বলেন সারারাত অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।