রাসেল, বরিশাল: মেহেন্দিগঞ্জ আইর খালী নদীতে মাছ ধরার সময় জেলে বহরে হামলা করে দস্যু বাহিনী। এইসময় ওই নৌকায় থাকা ১ জেলেকে পিটিয়ে গুরুতর জখম করে। গত ২০ সেপ্টেম্বর বুধবার মেহেন্দিগঞ্জের আইরখালী নদীতে মৎস্য শিকার করতে তিন জেলে নৌকা নিয়ে যান এ সময় তারা মাছ শিকারের জন্য নদীতে জাল ফেললে নদীর অপর প্রান্ত থেকে কয়েক জন জেলে নৌকা নিয়ে এসে তাদের জাল ও মাছ নিয়ে টানাটানি করে এসময় জেলে সোলায়মান সরদার (১৬) বাধা দিলে মোজাম্মেল শিকদারের ছেলে সোহাগ শিকদার (২৫)
ও মৃত কাসেম বিশ্বাস এর ছেলে ইব্রাহিম বিশ্বাস (২৬)এলো পাথালি বাসের লাঠি ও বৈঠা দিয়ে মারধর শুরু করে এসময় নদীতে থাকা অন্য জেলেদের কে ডাকা ডাকি করলে সোহাগ ও ইব্রাহিম পালিয়ে যায় স্থানীয় জেলেরা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা দেয় পরে রোগীর অবস্থা অবনতি হলে গত বৃহস্পতিবার সোলায়মান সরদার কে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তরা মেহেন্দিগঞ্জ উপজেলার তালুকদার চরের বাসিন্দা।
এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন আমরা নদীতে মাছ ধরি আমাদের জান মালের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।