
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় উজিরপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ এর সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন,বি.এম রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার,সদস্য আহাদ সুমন, মোঃ মাহাবুবুর রহমান, সাংবাদিক মোঃ খলিলুর রহমান,মোঃ মোস্তফা জামান সুমন বালী, মোঃ মেহেদী হাসান। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সিরাজুল ইসলাম সিকদার। এসময় উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি তুলে ধরে বিশদ আলোচনা করেন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দীর্ঘক্ষণ দোয়া প্রার্থনা করা হয়।