
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি সোমবার বিকেলে উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সভাকক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তার সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদারের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি, গনমানুষের নেতা, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু , পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ছবুর খান সাগর, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কইউম খান, পৌর সদস্য সদস্য সচিব মোঃ জুম্মান শিকদার মোতালেব । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রশিক্ষা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলো শত শত নেতাকর্মী ও ধর্মপরায়ন মুসল্লী। দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন। । এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়েছে।