
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় প্রস্তাবিত জাতীয় পানি নীতি-২০২৫ প্রনয়ণ বিষয়ক গণশুনানি ও তারুণ্যের মতামত গ্রহণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা প্রশাসন ও উজিরপুর পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপো’র উদ্যোগে এ “কর্মশালা” অনুষ্ঠিত হয়। ৪ জানুয়ারি রবিবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোসাররফ হোসাইন,উজিরপুর সরকারি মাধ্যমিক বিদ্য্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহআলম, সরকারি শিকারপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাক্ষ উজিরপুর মোঃ আনিচুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী। এসময় প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।