
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে আওয়ামীলীগ পরিবারের এক কলেজ ছাত্রী ফেসবুকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে নিয়ে কটুক্তি করায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কারফা গ্রামের শ্যামল বিশ্বাসের মেয়ে কলেজে পড়ুয়া ছাত্রী সুনন্দা তার নিজের ফেসবুক আইডিতে ওসমান হাদীর মৃত্যুতে সে খুব খুসি হয়েছে বলে স্ট্যাটাস দেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া পোস্টটি ছড়িয়ে পড়ে। এদিকে সাড়া দেশের মানুষ যখন হাদীর মৃত্যু স্বাভাবিক ভাবে মেনে নিতে পাড়ছে না। বিচারের দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি পালন করছেন। কিন্তু ওই মূহুর্তেই সুনন্দা তার ফেসবুক আইডিতে হাদীর মৃত্যুতে খুসি হয়েছে পোষ্ট করে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান সুনন্দা কলেজ ছাত্রলীগের কর্মী। উল্লেখ্য ১২ ডিসেম্বর ওসমান হাদী গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ওই কটুক্তিকারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।