
মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় মডেল থানা পুলিশের জালে মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি সুশীল মন্ডলকে ১২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ । উজিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ জাফর আহমেদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে উজিরপুর থানার চৌকস এসআই তরুণ কুমার ও এ এস আই আল মামুনের বুদ্ধিদীপ্ত মাদক অভিযানে হারতা ইউনিয়নের কাজীবাড়ি ৫ নং ওয়ার্ডের সুধীর মন্ডলের পুত্র মাদক কারবারি সুশীল মন্ডল (৩৫) কে ১৮ অক্টোবর বুধবার বিকাল সাড়ে চারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম হারতা সাকিনস্থ জনৈক মনীন্দ্রনাথ মন্ডলের বাড়ির পিছনের উত্তর পাশের বাগান হতে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। ধূর্ত মাদক ব্যবসায়ী সুশীল মন্ডল নৌকা ও বাইসাইকেল যোগে হারতা ইউনিয়নের বিভিন্ন জায়গায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে থাকে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ বলেন মাদক নিয়ে কোন আপস নয়, উজিরপুর মাদক মুক্ত করতে হবে.এজন্য অভিযান অব্যাহত থাকবে, উল্লেখ্য মাদক কারবরি সুশীল মন্ডলের বিরুদ্ধে উজিরপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং ২ মাস আগে মাদকসহ গ্রেপ্তার হয়ে মামলায় জেল হাজতে ছিলেন। হাইকোর্ট থেকে যাবিনে এসে ইয়াবা বিক্রি শুরু করে এবং বিক্রি করার সময় এস আই তরুন ও এ এস আই মামুন গ্রেফতার করে। মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে, আদালতের বিচারক জেলা হাজতে প্রেরণ করেছে।