
ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের একমাত্র ক্যাম্পাস ভিত্তিক রেডিও স্টেশন বিইউ রেডিওর সম্প্রচার কার্যক্রম পরিদর্শন করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস এম জাকির হোসেন।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে অবস্থিত রেডিওর অস্থায়ী কার্যালয় (স্টেশন) এবং সম্প্রচার কেন্দ্র ঘুরে দেখেন তিনি। এসময় রেডিওর কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন বিইউ রেডিওর সাবেক সভাপতি সাইদুজ্জামান শোয়েব।
এসময় দৈনিক মতবাদ ডিজিটাল উইং এর সঙ্গে বিইউ রেডিওর যৌথ উদ্যোগে অনুষ্ঠান করার সম্ভাবনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয় দুই পক্ষের মধ্যে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা শফিক মুন্সি, বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান ও অন্যান্য গণমাধ্যম কর্মীরা। ##