
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রেগম রোকেয়া দিবস উপলক্ষে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও দুর্নীতির প্রতিরোধ কমিটির উদ্যোগে বরিশালের উজিরপুর উপজেলায় আলোচনা সভা ও র্যালি এবং অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা সংস্থার সহযোগিতায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান। বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন,সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর আলী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ নুর হোসেন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল, সাধারন সম্পাদক শিরিন আক্তার, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সাধারন সম্পাদক মনিরা আক্তার শিখা। এছাড়াও উপস্থিত ছিলো বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নারী ও শিশুরা। এসময় উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।