
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে অপপ্রচারের প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দত্তেস্বর গ্রামের সেনেরহাট বাজারে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে কচুয়া গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকার শতাধিক লোকজন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মোঃ সাখাওয়াত হোসেন চুন্নু মাষ্টার, আঃ হক ঢালী,মকবুল হোসেন মোল্লা, মোঃ শাহিন আকন, আঃ ছালেক আকন,শামিম হাওলাদার,মনির সরদার,মোঃ খালেক ঢালী, মোঃ নুরে আলম বালীসহ শতাধিক লোকজন।
উল্লেখ্য বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের সরদারের ছেলে সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকার করে ঝাড়ু ও জুতাপেটায় রক্ষা পেয়েছে বলে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা নাটক সাজিয়ে বিভিন্ন মহলে অপপ্রচার চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও অসাধু চক্ররা। এছাড়া জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সোহান এর মেজো ভাই যুবদলের ওয়ার্ড সভাপতি মোঃ মাসুম সরদার ও তার বাবার বিরুদ্ধে চাঁদাবাজি,চুরিসহ বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালায়। এর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।
এ ব্যপারে সোহান সরদার জানান ঘটনার দিন আমি মোটরসাইকেলের তেল ক্রয় করার জন্য জয়শ্রী পাম্পের উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে আমাকে পথরোধ করে আমাকে আটকে রেখে মিথ্যা নাটক সাজিয়ে অপপ্রচার চালায় আওয়ামীলীগের চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনীসহ অসাধু চক্ররা। আমাকে ও আমাদের পরিবারের সদস্যদের রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের চাঁদাবাজ ও অসাধু চক্ররা। স্থানীয় একাধিক ব্যাক্তি জানিয়েছে এ ধরনের কোন ঘটনা সংঘটিত হয়নি। গ্রাম পুলিশ নজরুল ইসলাম জানান আমি এ বিষয়ে কাউকে কোন বক্তব্য প্রদান করেনি। আমার বক্তব্য নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সোহান এর পরিবার এহেন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নেই। আমি খবর পাই সোহানকে দোকানে আটক করে রাখে। এরপর তাকে স্থানীয় জনতা নিয়ে তাকে উদ্ধার করি। এদিকে বিক্ষুব্ধ জনতা সরেজমিনে তদন্ত সাপেক্ষে জড়িত অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন বিক্ষুব্ধ জনতা।