
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ “এক দফা,এক দাবী, প্রস্তাবিত নিয়োগ বিধি ২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন করার দাবীতে বরিশালের উজিরপুর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের(MOGFW), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের(MEFWD)অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন(DGFP) রাজস্বখাতভুক্ত পরিবার কল্যান পরিদর্শকা(FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক(EPI), ও পরিবার কল্যান সহকারী (FWA) কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহামুদ হাসান সবুজ, পরিবার কল্যান পরিদর্শিকা সমিতির সভাপতি আনিতা দাস, পরিবার কল্যান সহকারী সমিতির সভাপতি মুক্তা খানমের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত নভেম্বর মাসের রিপোর্ট দেয়া বন্ধ রেখে কর্মসুচি শুরু করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুস সাগর, পরিবার কল্যান পরিদর্শিকা নুপুর রানী সরকার, পরিবার কল্যান সহকারী সালমা খানম। আরও উপস্থিত ছিলেন হোসেন মোঃ ইমরান, বিরাজ চক্রবর্ত্তী, বায়জিদ হোসেন, রমেন্দু শেখর হালদার, শিপ্রা রানী, লাকী আক্তার, মনি খানম, নমিতা রানী, ঝুমা রানী দাস, রুমা আক্তার, নাজমা খানম, লুবনা, আশালতা দাস, মুক্তা খানম, সহ সকল মাঠ পর্যায়ের কর্মচারী বৃন্দ।বক্তারা বলেন দীর্ঘ ২৬ বছর যাবৎ প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি, নভেম্বর মাসের রিপোর্ট আমরা জমা দেইনি, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কর্ম বিরতি চলমান আছে এবং থাকবে। বক্তারা আরো বলেন প্রস্তাবিত নিয়োগ বিধি অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং তা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা করেন।