বিশেষ প্রতিনিধি, এস এম শাহ আলম। বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোঃ শরীফ উদ্দিন স্যারের তত্ত্বাবধানে ও সার্বিক একজনকে দিকনির্দেশনায়,কাজির থানার চৌকস অফিসার ইনচার্জ জনাব, মিজানুর রহমানের নির্দেশনায় এসআই/ মো: মামুন মিয়া,এসআই/মো: মজিবুর রহমান,এসআই/আলমগীর হোসাইন,এএসআই/মো: হিরন সঙ্গীয় ফোর্সসহ কাজিরহাট থানাধীন ০১নং আন্ধারমানিক ইউ/পি'র ভংগা সাকিন এর আসামি মো: জাকির হোসেন মিয়ার বসত বাড়ির সামনে কাচা রাস্তার উপর হতে তাং ২৮/১১/২৫খ্রি: রাত ২২.৫০ ঘটিকায় গোপন সংবাদেরপিতা ভিত্তিতে আসামী মোঃ জাকির হোসেন মিয়া পিতা। মোঃ মনছের আলী মিয়াসাং ভাঙ্গা ৮ নং ওয়ার্ড
থানা কাজিরহাট, জেলা বরিশাল এর হেফাজত হতে সাদা রঙের বায়ুরোধক পলি জিপারের প্যাকেটে রক্ষিত মোট ১০১০(এক হাজার দশ) পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কাজিরহাট থানায় আসামীর বিরুদ্ধে মামলা রুজু ।করা হয়েছে। আসামীর বিরুদ্ধে একাধিক মামলা আছে।বলে জানা যায়। এলাকার সূত্রে জানা যায়। জাকির দীর্ঘদিন এই মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসায়ী হলো। জাকিরের পেশা।