
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ “দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সেবাসপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ গোলাম মাওলা এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ জেরিন জামান অনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বক্তৃতা করেন ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক ।উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও বর্নাঢ্য র্যালি, প্রদর্শনী ও পুরুস্কার বিতরণ করা হয় । এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।