
নিউজ ডেস্ক: বরিশালে এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী, শীতের পোশাক ও চিকিৎসা সেবা প্রদান করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।
মঙ্গলবার থেকে ২ দিনব্যাপী ইমপ্যাক্ট ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট, বরিশাল-এ অনুষ্ঠিত উক্ত আয়োজনে মোট ৬৬ জন এতিম শিশুর মাঝে এসব খাদ্য সামগ্রী, শীতের পোশাক ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এতে আরও উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ -এর প্রজেক্ট অফিসার মোঃ রহমাতুল্লাহ, সাজিদ আল আহাদ, আননুর খান, ও শিবলী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এই শিশুরা বছরে চারবার খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, স্বাস্থ্যসেবা এবং দুইবার নতুন পোশাক পেয়ে থাকে।
এই কার্যক্রমের আওতায় দাতা সংস্থা মা ইন্টারন্যাশনাল এর সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুকে সহায়তা প্রদান করে আসছে।