1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দীর্ঘ এক বছর পর বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব পদে ওবায়দুল হক পুনর্বহাল – নেতাকর্মীদের উচ্ছ্বাস - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মোনাজাত মেহেন্দিগঞ্জে ১৫টি অসহায় পরিবারে নতুন ঘর ও ছাগল উপহার দিলেন দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বার উজিরপুরে ওয়ার্ড বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ববিতে ছাত্রদলের প্রথম কাউন্সিল সম্পন্ন: তিন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত বরিশালের শায়েস্তাবাদ রামকাঠি খেয়াঘাট আড়িয়াল খা নদীর ছোবলে উজিরপুরের উপজেলা যূবদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত উজিরপুরে জমি বিরোধে হামলায় আহত-শিশু ও বৃদ্ধা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫ পালিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ও মানিককাঠি গ্রামে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দীর্ঘ এক বছর পর বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব পদে ওবায়দুল হক পুনর্বহাল – নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে

পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

দীর্ঘ এক বছর পর বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব পদে পুনর্বহাল হয়েছেন ওবায়দুল হক। এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মঙ্গলবার বিকেলে শতশত নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাকে বরণ করে নেন।

সূত্র জানায়, পুনর্বহালের পরদিন মিছিল-শোডাউনে উত্তাল হয়ে ওঠে বাবুগঞ্জ। মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা মোহনগঞ্জ বাজার থেকে মীরগঞ্জ খেয়াঘাট পর্যন্ত প্রদক্ষিণ করেন। পরে সেখান থেকে শোডাউন শেষে তারা বাবুগঞ্জ হয়ে উপজেলা চত্বরে জড়ো হন। উৎসবমুখর এই আয়োজনে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

শুভেচ্ছা বিনিময়কালে সদস্য সচিব ওবায়দুল হক বলেন,
“দায়িত্ব আরও বেড়ে গেল। সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি বাবুগঞ্জ উপজেলা যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তার দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে উপজেলা যুবদলে নতুন প্রাণ সঞ্চার হবে। সাংগঠনিক কর্মকাণ্ড এখন আরও শক্তিশালী ও নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন—
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ভিপি মো. জুয়েল, আসলাম হোসেন খোকন, উজ্জল হাওলাদার, এইচ. এম. লিমন, রাজিব হোসেন খান, রিয়াজ শরীফ, মাহমুদুল হাসান লিমন, মাহমুদুল হাসান রোমান, জেলা যুবদলের সদস্য জিয়া সিকদার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতিক আল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,
দেহেরগতি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুবদল নেতা ফারুক হোসেন, ফিরোজ আহমেদ, রাশেদ খান,
চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রাড়ি, রহমতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোকলেছুর রহমান,
কেদারপুর ইউনিয়নের সদস্য সচিব কাওসার হোসেন,
মাধবপাশা ইউনিয়নের আহ্বায়ক সবুজ হোসেন, সদস্য সচিব রুবেল,
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও অসংখ্য নেতাকর্মী।

নেতাকর্মীদের ভাষ্য—ওবায়দুল হকের পুনর্বহাল বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক কাজে নতুন দিক উন্মোচন করবে, বাড়াবে ঐক্য ও গতিশীলতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ