
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকে প্রার্থী আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান এর মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শনিবার সকাল ৯ টায় উজিরপুর সরকারী ডব্লিউবি মডেল ইনস্টিটিউশনের মাঠে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ খোকন সরদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ সাইদ আহমেদ খান, আইন বিষয়ক সম্পাদক মোঃ আজম খান, জামায়াত ইসলামীর জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসাইন, বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওছার হোসাইন, পৌর জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ বাকী বিল্লাহসহ শত শত নেতাকর্মী। সংক্ষিপ্ত সভা শেষে নেতাকর্মীরা তাদের প্রার্থীকে নিয়ে মোটরসাইকেল শোভা বের করে উজিরপুর পৌরসভা থেকে শুরু হয়ে বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা, জল্লা, শোলক, বামরাইল, শিকারপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উজিরপুর মহিলা কলেজের সামনে এসে শেষ হয়। সভায় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান বলেন আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশ মুক্ত করার লক্ষ্যে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করার জন্য নির্দেশ দেন তিনি।