
বাকেরগঞ্জ প্রতিনিধি //পত্রিকায় সংবাদ প্রকাশের পরেই বাকেরগঞ্জের বোয়ালািয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন জন মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়। স্থানিয়রা জানায় সকালে অভিযান পরিচালনা করলে অনেক ঝাটকা পাইতো। দুপুর বারোটার দিকে দায়সারা অভিযান পরিচালনা করা মানে লোক দেখানো। ঝাটকা ইলিশ মাছ বিক্রি শেষে অভিযান করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) অভিযান পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী মেজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
অবৈধভাবে জাটকা মাছ আহরণ এবং বিক্রি বন্ধে বোয়ালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় জাটকা মাছ বিক্রির অপরাধে ৩ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন অনুযায়ী ১০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মোট ৪৯ পিস জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত মাছ ২ টি এতিমখানা ও লিল্লাহ বোডিং এ প্রদান করা হয়।