
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা, মহানগর ও প্রজন্ম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ–সভাপতি নুরুল আলম ফরিদ ও জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আজিজুল হক আক্কাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মহসিন মোর্শেদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইসরাইল পণ্ডিতসহ সংগঠনের নেতাকর্মীরা।
রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, আমরা ত্যাগের মাধ্যমে আমাদের নেতার জন্মবার্ষিকী পালন করতে চাই। যাতে করে তরুণ প্রজন্মকে মানবিক কাজের সঙ্গে যুক্ত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ কার্যকর ভূমিকা রাখে।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং বিভিন্ন প্রজাতির চারা বিতরন করা হয়।