
এস এম শাহ আলম বিশেষ প্রতিনিধি । বরিশাল জেলার কাজিরহাট থানার। ভাসান চর ইউনিয়নের । সাত হাজার বিঘা গ্রামের ৮ নং ওয়ার্ডের মজিবর হাওলাদারের। দেড় বছরে নাতি, ইয়ামিন ১০/১১,দিন আগে নানা বাড়ি বেড়াইতে আসে। থানা সূত্রে জানা যায়। ইয়ামিনের বাড়ি নোয়াখালী জেলার। বেগমগঞ্জ থানা। পূর্ব কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মহিউদ্দিনের ছেলে। ইয়ামিনের মাতার নাম মর্জিনা বেগম। মর্জিনা ভাসান চরের সাত হাজার বিঘা গ্রামের মজিবারের মেয়ে। আজ ১৭ ই নভেম্বর আনুমানিক সকাল ৯:৩০ মিনিটের সময় পানিতে পড়ে। মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে এস আই কামাল এসআই মজিবার সংবাদ পেয়ে দ্রুত চলে যান। এই ব্যাপারে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ। মিজানুর রহমানের সাথে আলাপ করলে।তিনি জানান। ইয়ামিনের মৃত্যুর একটি অপমৃত্যু মামলা হবে কাজিরহাট থানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো অপমৃত্যু মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে।বলে জানা যায়