
বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি :-
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাসা ইউনিয়নে কৃষ্ণ কাঠি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৪ টা শুরু হয় এ কর্মসূচি কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন,
নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল – ৬ (বাকেরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ বশির উদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোস্তাকুর রহমান, বাকেরগঞ্জ উপজেলার পৌর আমির মোহাম্মদ নুরুল হক, ১১ নং ভরপাসা ইউনিয়নের দায়িত্ববান নেতৃবৃন্দ,
প্রধান অতিথি নির্বাচনী প্রস্তুতি কর্মসূচিতে বলেন আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আপনাদের মাঝে বসতে পেরে আল্লাহ আমাদের সব কিছুই দিয়েছেন এদেশের প্রতিটি ইঞ্চি মাটি কনা সুজলা সুফলা শস্য শ্যামলে ভরে দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভালবেসে অগণিত নেয়ামত দিয়েছেন,
৫৪ বছর এই দেশটা স্বাধীন হয়েছে সেই থেকেই তো বাকেরগঞ্জে এমপি আসছে গেছে বিভিন্ন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বলেছেন আপনাদের ভাগ্য পরিবর্তন করবেন সামাজিক বৈষম্য দূর করিবেন মানুষের অভাব মোচন করিবেন,কিন্ত অতীতের কোনো প্রতিনিধি ই এলাকার রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা আপনাদের নিরাপত্তা কোনোটিই দিতে পারেননি ব্যর্থ হয়েছেন, শুধু পেরেছেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করতে, এবার আপনাদের সময় এসেছে ন্যায় ও ইনসাফের পক্ষে একজন সৎ ও আদর্শবান ব্যক্তির পক্ষে সমাজের অবহেলিত ও চোর ডাকাত দালাল মুক্ত একটি সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন এবং সেই লক্ষ্যে আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি পাড়ায় মহল্লায় সকলের কাছে ছুটে যাবেন এবং তাদের কষ্টের কথা শুনবেন এবং তাদের কাছে বলবেন অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার একজন সৎ মানুষ তাহার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন নৈতিক ও মানবিক চরিত্র গঠন সকল ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি রোধ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ রাষ্ট্রীয় সকল বরাদ্দে সুষম বন্টন নিশ্চিত করা, দল মত নির্বিশেষে সামাজিক ঐক্য সুসংহত করা দরবার সালিশের নামে জনসাধারণের হয়রানি বন্ধ করা সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি বন্ধ এবং অবকাঠামো ও শিক্ষার মান উন্নত করা যোগাযোগ ব্যবস্থা ও প্রতিষ্ঠানিক অবকাঠামা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নির্বাচনী এলাকায় সকল হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করা, বিভিন্ন প্রতিষ্ঠানে শুন্যপথ পূরণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, চাঁদাবাজ সন্ত্রাস মাদক বাজার ঘাটে ইজারা বাণিজ্য বন্ধ করা,কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কৃষি পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানোর সুব্যবস্থা করা, অত্র এলাকার নদী ভাঙ্গন রোদ প্রকল্পের বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, প্রশাসনিক সহযোগিতা পুলিশী সেবা সরকারি অফিসগুলোর সেবার অধিকার নিশ্চিত করা, গরিব ও অসহায় মানুষের অধিকার কে তাদের কাছে পৌঁছে দেওয়া, অর্থনৈতিক অঞ্চল হিসাবে বাকেরগঞ্জকে গড়ে তোলা, ন্যায্য ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে মানবিক গড়ে তোলা, বাকেরগঞ্জ পৌরসভা কে একটি আধুনিক মডেল পৌরসভায় উন্নত করা, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা সকল বৈষম্য বিহীন সমাজ গড়া ইত্যাদি বিষয়ে কর্মীদের মাঝে বক্তব্য তুলে ধরেন,
সভাতে আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও জনসম্পৃপ্ততা জোরদার এর আহ্বান জানানো হয়।