
নিউজ ডেস্ক: বরিশাল জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভায়ও সমাধান হয়নি নগরীর অপসো স্যালাইন ফার্মার ছাঁটাই হওয়া শ্রমিকদের দুই দফা দাবির বিষয়টি। ফলে সড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
বুধবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান, বরিশাল জেলা বাসদের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বরিশাল মহানগর বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, অপসো স্যালাইন ফার্মার পক্ষে আবু সাইদ, অনিন্দ কুমার সরকার ও আইনজীবী আবু রায়হান। শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইমাম হোসেন খোকন, ওমর তমাল ও জাহাঙ্গীর আকন।
সভায় অপসো স্যালাইন কর্তৃপক্ষ জানায়, গত তিন বছর ধরে ইউনিটটি লোকসানে রয়েছে। এ কারণে কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে নগরীর জাগুয়ায় নতুন একটি কারখানা নির্মাণের কাজ চলছে, যার ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। সেটি চালু হলে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনরায় কাজে নেওয়া হবে বলে আশ্বাস দেন তারা।
অন্যদিকে শ্রমিকরা, বাসদ ও বিএনপি নেতারা অভিযোগ করেন, কোনো নোটিশ ছাড়াই আকস্মিকভাবে ৫৭০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে এবং তাদের বকেয়া পাওনাও পরিশোধ করা হয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। মানবিক দৃষ্টিকোণ থেকে শ্রমিকদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।
সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভায় ছাঁটাই শ্রমিকদের প্রশংসাপত্র প্রদান, নতুন কারখানায় নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
তবে সভায় দুই দফা দাবি না মানায় শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সভা শেষে তারা নগরীর বগুড়া রোডে অবস্থিত অপসো স্যালাইন কারখানার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে বরিশাল নগরীর অপসো স্যালাইন ফার্মার পাঁচ শতাধিক ছাঁটাই শ্রমিক দুই দফা দাবিতে সড়কে অবস্থান করছেন। তাদের দাবিগুলো হলো, অন্যায় ও বেআইনি ভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল করা। অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা।