এস এম শাহ আলম। বিশেষ প্রতিনিধ: বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি তুহিন সরদার কে আজ 12 নভেম্বর নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রাসেল ঢাকা যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেন। অতঃপর তাকে কাজিরহাট থানায় নিয়ে আসেন। আদালতে পাঠাবার প্রস্তুতি চলছে।
মো: তুহিন সরদার পিতা মৃতআনোয়ার সরদার, পূর্ব রতনপুর ৬ নংণ ওয়ার্ডএলাকার সূত্রে জানা যায়, তুহিন সরদার এলাকায় অত্যান্ত খারাপ লোক। তাহার বিরুদ্ধে অপকর্মের অনেক অভিযোগ পাওয়া গিয়েছে। ।