
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি – বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলস কাঠি ইউনিয়নে ডাবর কাঠি বাজারে ও ক্ষুদ্র কাঠি স্কুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৪ টা শুরু হয় এ কর্মসূচি কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন,
নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল – ৬ (বাকেরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোস্তাকুর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক বশির উদ্দিন ও কলসকাঠি গারুরিয়া ইউনিয়নের দায়িত্ববান নেতৃবৃন্দ,
প্রধান অতিথি নির্বাচনী প্রস্তুতি কর্মসূচিতে বলেন আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আপনাদের মাঝে বসতে পেরে এবং দুটি কথা বলার জন্য আল্লাহ আমাদের কিনা দিয়েছেন এদেশের প্রতিটি ইঞ্চি মাটি কনা মহামূল্যবান উপহার দিয়েছেন আল্লাহ আমাদের অগণিত সম্পদ দিয়েছেন যেকোনো বীজ মাটিতে ফেলা মাত্র সেই বীজ থেকে চারা গজায় ফুলে ফুলে ভরে ওঠে,
আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এরকম একটি আয়োজনে বসতে পেরে এরকম একটি খোলা মাঠে খোলা জায়গায় বসতে পেরে আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জানাই আল্লাহ আমাদেরকে ভালবেসে অগণিত নেয়ামত দিয়েছেন, পৃথিবীর অনেক দেশ মরুভূমি কোন ফসল হয় না আমাদের দেশ সুজলা সুফলা অসংখ্য নিয়ামতে ভরপুর,
পৃথিবীর মধ্য আমাদের এই দেশটা পিছিয়ে আছে ৫৪ বছর এই দেশটা স্বাধীন হয়েছে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি অথচ বৈষম্য বিহীন সুষম বন্টন হওয়ার কথা ছিল,একটি সোনার বাংলা তৈরি করার জন্য সকলের আশা ছিল অথচ আজ শ্মশান বাংলায় পরিণত হয়েছে,
আজ প্রশ্ন সৃষ্টি হয়েছে সেই দিন এই বাংলার লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল তারা কি এই জন্য জীবন দিয়েছিল যেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সৈরতন্ত্রে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ফ্যাসি বাদ চ্যাম্পিয়ন হয়েছে এছাড়াও চুরি ডাকাতি খুন রাহাজানি চাঁদাবাজি দখলদারি মিথ্যা মামলা দাঁড়া জর্জরিত হবে এরকম একটি দেশের জন্য কি মানুষ জীবন দিয়েছিল,
একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল যেখানে বড়দের সম্মান থাকবে ছোটদের সফট থাকবে মা-বোনদের ইজ্জত দেবে ব্যবসায়িকরা নিরাপদে ব্যবসা করবেন কিন্তু ৫৪ বছরে আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি অথচ বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছেন হাজার হাজার কোটি টাকা বাঁচার লুটপাট করেছেন,
সময় এসেছে জেগে ওঠার আগামী নির্বাচনে ইসলামের জয় হবে আর সেই জয় হবেন আপনারা সাথী,।