মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ঈদগাহ মার্কেট সংলগ্ন দুর্বৃত্তের দেয়া আগুনে তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। ঘর সহ তুলার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্হানীয় সুত্রে জানাযায়, বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত হোসেন আলী বয়াতীর ছেলে গোলাম ফারুক বয়াতীর ঘরটি ঈদগাহ সার্কেটের ব্যবসায়ী মায়ের দোয়া বেডিং স্টোরের মালিক গৌরনদী উপজেলার চাদশী গ্রামের ফারুক খলিফা ভাড়া নিয়ে তুলার গোডাউন হিসেবে ব্যবহার করে। ৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে কিছু দুর্বৃত্তরা ঘরটিতে আগুন ধরিয়ে দেয়, এলাকাবাসী টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে, এলাকাবাসী উজিরপুর মডেল থানার ও ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ঘর ও তুলা সহ আগুনে পুড়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ।