মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার বেলা ১১ টায়, উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা সমবায় কর্মকর্তা রিয়াদ খানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মাইনুল হোসেন খানের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহেশ্বর মন্ডল। এছারাও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ নুর হোসেন । শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । জাতীয় পতাকা উত্তোলন ও র্যালি শেষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা তাতী সমিতির সহ-সভাপতি মোঃ সাহিন মিয়া, দক্ষিণ কারফা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সহ-সভাপতি মনিকা রানী বৈদ্য সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।