
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল, পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ – সভাপতি এস এম আলাউদ্দিন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাইনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, সদস্য আহাদ হোসেন সুমন। এছাড়াও উপস্থিত উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের টাইফয়েডের টিকা দেওয়ার জন্য উজিরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করে শিশুদের টাইফয়েড মুক্ত রাখতে কাজ করার নির্দেশনা দেন ও উজিরপুরের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন মূলক কাজ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।