পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মুরগির খামারে বৈদ্যুতিক শকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ওমর ফারুক হাওলাদার (৫০)। তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব মানিককাঠি গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের সময় নিজের মুরগির খামারে প্রবেশ করে বৈদ্যুতিক তারের স্পর্শে ওমর ফারুক শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওমর ফারুক হাওলাদার দুই ছেলের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।