
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান বিধ্বস্তে নিহত শিক্ষক,শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই যোহরবাদ উজিরপুর উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার যুব আন্দোলনের সভাপতি ডিএম আল আমিন,দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যাক্ষ ও উজিরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক আযাহারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।